রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | Israel-Hamas War: গাজায় শরণার্থী শিবিরে ফের ইজরায়েলি হামলা, মৃত ৫১

Pallabi Ghosh | ০৫ নভেম্বর ২০২৩ ০৬ : ০২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইন অধিকৃত অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইজরায়েল। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইনি বার্তা সংস্থা ওয়াফা। নিহতদের বেশিরভাগই মহিলা ও শিশু বলে জানা গেছে।
শনিবার (৪ নভেম্বর) রাতে ইজরায়েলি বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওয়াফা বলছে, শনিবার রাতের হামলায় দুটি আবাসিক ভবন গুড়িয়ে গেছে বলে জানা যায়। ইজরায়েলি যুদ্ধবিমান আল-মাগাজি ক্যাম্পের সাম’আন পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহতও হয়েছেন।
বোমা হামলার সত্যতা স্বীকার করে ইজরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ওই শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে কিনা তারা তা খতিয়ে দেখছেন। এর আগে গত বৃহস্পতিবার বুরেজ শরণার্থী শিবিরে বিমানহামলা চালায় ইজরায়েল। এতে ১৫ জন প্রাণ হারান। একইদিনে জাবালিয়া শিবিরেও হামলা চালানো হয় ইজরায়েল।
প্যালেস্টাইনি কর্তৃপক্ষ জানিয়েছে, টানা তিন দিনের ইজরায়েলি হামলায় জাবালিয়ায় এ পর্যন্ত ১৯৫ জন নিহত হয়েছেন এবং আরও ১২০ জন নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে ইজরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় গভীর খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। জল ও খাদ্য পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে দিনে দুই বেলা রুটি খেয়ে বেঁচে আছে গাজার প্রতিটি মানুষ।
গাজার জন্য রাষ্ট্রসংঘ সংস্থার পরিচালক থমাস হোয়াইট শুক্রবার (৩ নভেম্বর) প্যালেস্টাইনি শরণার্থীদের করুণ পরিস্থিতির কথা এভাবেই সামনে আনলেন। প্যালেস্টাইনি উদ্বাস্তুদের জন্য রাষ্ট্রসঙ্ঘের এ শীর্ষ সহায়তা কর্মকর্তা বলেছেন, গাজায় প্যালেস্টাইনিরা রাষ্ট্রসঙ্ঘের মজুদকৃত ময়দা থেকে তৈরি দুই টুকরো আরবি রুটির ওপর জীবনযাপন করছেন। রাস্তায় এখন গাড়ি থামালে শোনা যাচ্ছে ‘জল জল’ চিৎকার।
রাষ্ট্রসংঘের ডেপুটি মিডইস্ট সমন্বয়কারী লিন হেস্টিংস বলেছেন, দখলদার ইজরায়েল থেকে আসা তিনটি জল সরবরাহ লাইনের মধ্যে মাত্র একটি চালু রয়েছে। জলের অভাবে অনেক মানুষ সমুদ্রের নোনা জল ও ভূগর্ভস্থ জলের ওপর নির্ভর করছেন।




নানান খবর

নানান খবর

যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা

ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য

১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?

নির্দিষ্ট রুটিন, ডিনার পার্টি-কফি, পোপ বাছাইয়ে বন্ধ দরজার আড়ালে কী হচ্ছে ভ্যাটিকানে? জানেন

চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?

'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির

পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা

সোশ্যাল মিডিয়া